প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষে বাংলা, কেন্দ্রের এই স্বীকৃতি লাভে টুইট মুখ্যমন্ত্রীর

প্রাথমিক শিক্ষার দেশের মধ্যে শীর্ষে বাংলা। কেন্দ্রের তরফে এই স্বীকৃতি পেয়েছে রাজ্য। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। একটি টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা ‘Foundational Literacy & Numeracy Index’ এ বৃহত্তর রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছি।  এই  কৃতিত্বের জন্য শিক্ষা বিভাগের সকল শিক্ষক, অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫টি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে। বলা হয়েছে, রাজ্যের বড় রাজ্য গুলির মধ্যে বাংলার নাম ১ নম্বরে। এটা কার্যত নজিরবিহীন। রাজ্যের শিক্ষা দফতর এই খবর মুখ্যমন্ত্রীকে জানানোর পরেই টুইট করেন তিনি।

Comments are closed.