মোদীর নিরাপত্তা নিয়ে ব্যবস্থা নেয়নি পঞ্জাব পুলিশ, দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক  

প্রধানমন্ত্রীর কনভয় আটকে থাকার ঘটনায় চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। মোদীর নিরাপত্তায় গাফিলতি হয়েছিল বলে দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি, ইন্টেলিজেন্স রিপোর্টে বিক্ষোভের কথা বলা হলেও পাঞ্জাব পুলিশ প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেয়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিকের কথায়, প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপের ব্লু বুক অনুযায়ী প্রধানমন্ত্রীর যাওয়া আসার পথে যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তবে বিকল্প নিরাপদের ব্যবস্থা তৈরী করাই নিয়ম। নিরাপত্তার খামতি ছিল কেন, এই নিয়ে পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় কোনও গলদ ছিল না বলে বুধবারই সাংবাদিক বৈঠক করে জানিয়ে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি।

গত বুধবার পঞ্জাব উড়ালপুলে ১৫ থেকে ২০ মিনিট আটকে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। ফিরোজপুরে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন মোদী। সেইসময় উড়ালপুলের মাঝপথে
বিক্ষোভের মুখে পড়ে মোদীর কনভয়। দীর্ঘক্ষণ সেখানেই আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। কিন্তু মাঝপথে উড়ালপুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা। শেষ পর্যন্ত সেখান থেকে মোদীকে ফিরিয়ে আনেন তাঁর নিরাপত্তারক্ষীরা।

Comments are closed.