বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের জের; কেমন থাকবে ষষ্ঠীর আকাশ? কী বলছে হওয়া অফিস? 

জ ষষ্ঠী। পুজো শুরু হয়ে গিয়েছে জোর কদমে। দু’বছর কার্যত ঘর বন্দি থাকার পরে পুজোর আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। তবে এই বাঁধা ভাঙা উচ্ছ্বাসের মধ্যেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির আশঙ্কা। পঞ্চমী ভালোয় ভালোয় কাটলেও ষষ্ঠীতে কি বৃষ্টি হচ্ছে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ষষ্ঠীর সারাদিন আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদের তেজ কম থাকায়, দিনের বেলায় ঠাকুর দেখাও আরামদায়ক হবে। তবে বিকেলের দিকে বৃষ্টির সম্ভবনা থাকছে। 

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবারই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে। যার ফলে সপ্তমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। যদিও স্বস্তির খবর, শনিবার বৃষ্টির সম্ভবনা থাকলেও তা খুবই সামান্য। ঠাকুর দেখা বা ঘোরাঘুরিতে তা ব্যাঘাত ঘটাবে না। সুতরাং ষষ্ঠীতে নিশ্চিন্তে ঠাকুর দেখতে পারেন, তবে সঙ্গে একটি ছাতা রাখতে ভুলবেন না। 

Comments are closed.