সিবিআই-কলকাতা পুলিশের দ্বৈরথ দুর্ভাগ্যজনকঃ রাজনাথ সিংহ, কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব

জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই একাধিকবার কলকাতার সিপি রাজীব কুমারকে ডাকলেও, তিনি তা উপেক্ষা করেছেন। তাই, সারদা কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার পুলিশ কমিশনারের বাড়িতে যান সিবিআই অফিসাররা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশে দাঁড়িয়ে সোমবার সংসদে একথা জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি কলকাতা পুলিশ বনাম সিবিআই-এর এই দ্বৈরথকে দুর্ভাগ্যজনক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে ক্ষতিকারক বলে মন্তব্য করেন লোকসভায়। তাঁর বক্তব্য পেশের সময়, বিরোধীরা আওয়াজ তোলে ‘সিবিআই তোতা হ্যায়’ (সিবিআই কেন্দ্রের তোতা পাখি)।
পাশাপাশি, সিবিআই অফিসারদের বাধা দেওয়ার জন্য কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেন রাজনাথ। এদিন রাজনাথের পাশাপাশি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, স্মৃতি ইরানিসহ বিজেপি নেতারা।
তৃণমূল সাংসদ সৌগত রায় লোকসভায় বলেন, কোনও ওয়ারেন্ট ছাড়াই রবিবার পুলিশ সুপারের বাড়ির সামনে উপস্থিত হন সিবিআই অফিসাররা। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত নিজেদের স্বার্থে সিবিআইকে ব্যবহার বন্ধ করা উচিত।

Comments are closed.