আফগানিস্তান নিয়ে ফের জরুরি বৈঠক; আটক ভারতীয়দের ফেরাতে তৎপর নয়া দিল্লি

আফগানিস্তান নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে নিরাপত্তা কমিটির ফের জরুরি বৈঠক।

মঙ্গলবারই আফগান পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহদের উপস্থিতিতে বৈঠক করে নিরাপত্তা কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিনের বৈঠকে মূলত আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়।

জানা যাচ্ছে, আফগানিস্তানে এখনও ১২০০ থেকে ১৫০০ হাজার ভারতীয় আটকে রয়েছেন। কাবুলের কারজাই বিমান বন্দরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দু’একদিনের মধ্যে তাঁদের ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে।

কাবুল দখলের পর আফগানিস্তানের রাস্তায় প্রকাশ্যে তালিবানি সেনা ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কের পরিবেশ সর্বত্র। এই পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে নয়া দিল্লির তরফে। এবং ধীরে ধীরে কাবুলের কাছাকাছি তাঁদের পৌঁছাতে বলা হয়েছে।

বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং মিডিল ইস্টের জয়েন্ট সেক্রেটারি। তাঁরা দু’জনেই প্রধানমন্ত্রীর কাছে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির ব্যাখ্যা দেন। সে দেশের বর্তমান রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক অবস্থানের বিস্তারিত বর্ণনা তাঁরা দেন। আগামী দিনে ভারতে আফগানিস্তান পরিস্থিতির কী প্রভাব পড়তে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে।

জানা যাচ্ছে, তালিবান নিয়ে আপাতত ‘ওয়েট এন্ড ওয়াচ’ নীতি নিয়ে চলছে নয়া দিল্লি। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

Comments are closed.