বিদ্যুতের বিল ১ লক্ষ ৭ হাজার, থানায় বসানো হল সোলার প্যানেল, রাজ্যের প্রথম গ্রিন থানা আলিপুর

কলকাতায় প্রথম গ্রিন থানা হল আলিপুর থানা। এই থানায় বসানো হল ১০টি সোলার প্যানেল। এই সোলার প্যানালের ফলে সাশ্রয় হবে বিদ্যুৎ আর পরিবেশ দূষণও বন্ধ হবে।

আলিপুর থানার অফিসার ইন চার্জ জানিয়েছেন, থানায় গত মাসে বিল এসেছে ১ লক্ষ ৭ হাজার টাকা। তাই সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সোলার প্যানেলের মাধ্যমে প্রতি ঘন্টায় ৪.৫ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, সব থানা মিলিয়ে বছরে প্রায় ১৮ কোটি টাকা বিল দিতে হয় কলকাতা পুলিশকে। তাই থানায় থানায় সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। ভবিষ্যতে অন্য থানাগুলিতেও বসানো হবে সোলার প্যানেল।

জানা গিয়েছে, রাজ্যের প্রথম গ্রিন থানায় সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত সোলার প্যানেলের দ্বারা বিদ্যুৎ উৎপাদন হবে। আর থানায় ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ চলে যাবে সিইএসসিতে। সোলার প্যানেল ব্যবহার করা খুব সহজ। মাঝে মাঝে জল দিতে হয়। আলিপুর থানায় এই সোলার প্যানেল বসাতে খরচ হয়েছে সাড়ে ৩ লক্ষ টাকা বলেই থানা সূত্রের খবর।

Comments are closed.