মা দুর্গা মমতা আর মোদী মনীষাসুর, পুরভোটের পোস্টার ঘিরে বিতর্ক

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভার ভোট। প্রচারে প্রতিটা দল অভিনবত্ব আনছে। জোরকদমে পুরভোটের প্রচার চলেছে। তার মধ্যেই একটি পোস্টার জুড়ে বিতর্ক ছড়ালো মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডে। সোশ্যাল মিডিয়াতেও দেখা গেল প্রচারের ছবি।

সেখানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি দুর্গারূপে দেখা যাচ্ছে। আর মহিষাসুর রূপে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখানে মা দুর্গার দশ হাতে অস্ত্র হিসেবে রাজ্যের দশটি সামাজিক প্রকল্পকে দেখানো হয়েছে। ওই এলাকার যে তৃণমূল প্রার্থী অনিমা সাহা। তিনি দাবি করেছেন, এই পোস্টার তিনি দেননি। তাঁর অজান্তেই এই পোস্টার পড়েছে। বিজেপি এই পোস্টার দিয়ে বিতর্ক তৈরি করছে বলে দাবি অনিমা সাহার।

এই পোস্টার নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপির দাবি, এর মাধ্যমে ধর্মের অপমান করা হয়েছে। প্রধানমন্ত্রীকেও অপমান করা হয়েছে।

Comments are closed.