গাঁটছড়ার কাছে উড়ে গেল ‘ধূলোকণা’, ক্রমশ পিছিয়ে পড়ছে মিঠাই

ফের গাঁটছড়া ধারাবাহিকের দর্শকদের জন্য এলো সুসংবাদ। গত সপ্তাহে তৃতীয় স্থানে নেমে যেতেই রীতিমতো মুষড়ে পড়েছিলেন ঋদ্ধি, খড়ির অনুরাগীরা। তবে, এই সপ্তাহের টিআরপি তালিকায় গাঁটছড়া রইল সবার উপরে। শুধু তাই নয়, গাঁটছড়ার কাছে ‘ধূলোকণা’ জাস্ট উড়ে গিয়েছে। সিরিয়ালপ্রেমীরা অবশ্য বলছেন, পর্দায় খড়ি-ঋদ্ধি-দ্যুতি-রাহুল-বণির ম্যাজিক আবারও কাজ করতে শুরু করে দিয়েছে।

এদিকে, লালন টিআরপির দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ছে। দর্শকরা বলছে বড্ড বেশী মেকী লাগছে ‘ধূলোকণা’ ট্র্যাক । লালনের মনে নেই বউকে, ফুলঝুরিও নাকি বুঝতে পারছে না এটাই তাঁর বর কি না, সব মিলিয়ে খুব একটা ভালো লাগছে না দর্শকের। এখন, চড়ুইয়ের প্রেম ধারাবাহিকে কতটা চমক আনতে পারে সেটাই এখন দেখার বিষয়। নেটিজেনদের একাংশের মতে, নেগেটিভ রোলের পজিটিভ দিক যদি কিছুটা বাঁচাতে পারে।

অন্যদিকে, গৌরী এলো আর আলতা ফড়িং-য়ের অবস্থান এক থাকলেও মিঠাইয়ের অবস্থা দিন দিন তলানিতে এসে ঠেকেছে। গত সপ্তাহে ছিল ৫ নম্বরে। এখন ৬-এ। এমনকি, ইদানিং কালের সিরিয়াল জগদ্ধাত্রীর সঙ্গেও যেন এঁটে উঠতে পারছে না মিঠাই। নম্বর অনেকটা কমেছে সাহেবের চিঠির। তবে, শুরু থেকেই আশার আলো দেখা যাচ্ছে মাধবীলতাকে নিয়ে।

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

প্রথম- গাঁটছড়া (৮.১)

দ্বিতীয়- ধুলোকণা (৮.০)

তৃতীয়- গৌরী এলো (৭.৭)

চতুর্থ- আলতা ফড়িং (৭.২)

পঞ্চম- জগদ্ধাত্রী (৭.০)

ষষ্ঠ- মিঠাই (৬.৭), লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)

সপ্তম- মাধবীলতা (৬.৫)

অষ্টম- খেলনা বাড়ি (৬.২)

নবম- অনুরাগের ছোঁয়া (৬.১)

দশম- সাহেবের চিঠি (৫.৯)

ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে, পুজোর পরই পিলুর ইতি। তার টিআরপি ৪.৬। চলতি সপ্তাহে ৩.৮ টিআরপি থাকায় রীতিমতো বিপাকে পড়েছে বোধিসত্ত্বও। এদিকে, রাহুল-রুকমার লাল কুঠিও শেষ হয়ে যেতে পারে। যার টিআরপি এবারে ৪.৬।

Comments are closed.