বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ইতিহাস ভিনেশ ফোগতের

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন ভিনেশ ফোগত। বুধবার বেলগ্রেডে ব্রোঞ্জ জিতলেন তিনি। ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রথম রাউন্ডেই পিছিয়ে ছিলেন তিনি। মঙ্গোলিয়ার প্রতিপক্ষ বাতখুয়াগ এদিন ফাইনালে চলে যাওয়াতে রপেস বিভাগে লড়াই করার সুযোগ পেয়ে যান ভিনেশ।

সেখানে ভিনেশ সুইডেনের প্রতিপক্ষকে হারিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন। ২০১৯ সালে নুর সুলতানে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী ভিনেশ ২০২২-এ বেলগ্রেডেও ব্রোঞ্জ জিতলেন।

কয়েক সপ্তাহ আগেও বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ভিনেশ ফোগত। ২০২২ সালে কমনওয়েলথে সোনার পর এটি তাঁর দ্বিতীয় পদক ছিল। কমনওয়েলথ গেমসে এটি ছিল ভিনেশের তৃতীয় সোনার পদক। এর আগে ২০১৪ সালে ৪৮ কেজি বিভাগে গ্লাসগোতে সোনা জেতেন তিনি। ২০১৮ সালে ৫০ কেজি বিভাগে গোল্ড কোস্টেও সোনা জয় করেন ভিনেশ। এরপর ২০২২ সালে বার্মিংহামে ৫৩ কেজি বিভাগে সোনা জয়ের পর কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভিনেশ।

Comments are closed.