ভাইজাগে বন্ধ কারখানা থেকে গ্যাস লিক করে শিশু সহ মৃত ৮, অসুস্থ অন্তত ৫ হাজার

ভোপালের আতঙ্ক ফিরল লকডাউনের বিশাখাপত্তনমে। ভাইজাগে গ্যাস লিক করে বহু মানুষের মৃত্যু। অসুস্থ অন্তত পাঁচ হাজার মানুষ।

বৃহস্পতিবার ভাইজাগের জি পলিমার কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করতে শুরু করে। তাতে মৃত্যু হয়েছে শিশু সহ ৮ জনের। হাসপাতালে ১২০ জন চিকিৎসাধীন, তার মধ্যে অবস্থা সঙ্কটজনক ২০ জনের।

জানা গিয়েছে, বন্ধ পলিমার কারখানা থেকে গ্যাস লিক করে ৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে অনেকে ঝাঁপ দেন কুঁয়োয়।

শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী অধিকাংশ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে এনডিআরএফ। উদ্ধারকাজে হাত লাগিয়েছে নৌ বাহিনীও। দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, লকডাউনের জন্য কারখানা বন্ধ ছিল। তাই গ্যাস ট্যাঙ্কের দেখভালও হচ্ছিল না। রাত ২.৩০ নাগাদ প্রথম গ্যাস লিক শুরু হয়ে বলে দাবি স্থানীয়দের। তারপর আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে ৩ কিলোমিটার এলাকায়। বন্ধ জি পলিমার কারখানার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

 

Comments are closed.