কোথাও কোথাও তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে! নভেম্বরের আগেই শীতের আমেজ 

নভেম্বর শুরুর আগেই দুয়ারে শীতের আমেজ। আনুষ্ঠানিকভাবে শীত পড়তে এখনও বেশ খানিকটা বাকি। তবে তার আগেই উত্তরবঙ্গ বাদ দিলেও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও পরদ নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের কয়েকটি জেলায় তাপমাত্রার রেকর্ড পরিমাণ পতন হয়েছে। জানা গিয়েছে, কোনও কোনও জেলায় ১৮ থেকে ১৯ ডিগ্রি তাপমাত্রা। আবার কোনও জেলায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা এর থেকেও কম ছিল। 

আবহাওয়া দফতরের তথ্য বলছে, উত্তরবঙ্গ বাদ দিলে সোমবার দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা ছিল বর্ধমান জেলায়। এদিন সেখানকার তাপমাত্রা ছিল, ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। এছাড়াও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১৭ থেকে  ১৯ ডিগ্রির মধ্যে ছিল।  

তবে আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে, আগামী দু,তিন দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে কয়েক দিন পর থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। 

Comments are closed.