পাঁচ দিন বন্ধ থাকবে মদের দোকান, পঞ্চায়েত এলাকায় সুরাপ্রেমীদের মাথায় হাত

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। যার জেরে রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলোয় পাঁচ দিন বন্ধ থাকবে মদের দোকান। পাশাপাশি পানশালাও বন্ধ থাকবে। যার জেরে এখন থেকেই জেলায় জেলায় মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। 

নির্বাচনের নিয়ম মেনেই ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বন্ধ রাখা হচ্ছে সমস্ত মদের দোকান ও পানশালা। এছাড়াও পুনর্নিবাচনের দিন এবং ভোট গণনার দিনও বন্ধ রাখা হবে মদের দোকান, পানশালা। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ৪৮ ঘন্টা আগে অর্থাৎ ৬ জুলাই বিকেল ৫টা থেকে ৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। সেই সঙ্গে ১০ জুলাই যেখানে যেখানে পুনর্নিবাচন হবে এবং ভোটের ফলাফলের দিনও বন্ধ থাকবে মোদের দোকান। সব মিলিয়ে ৫ দিন মোদের দোকান বন্ধ থাকবে। যদিও এই নির্দেশ শুধুমাত্র পঞ্চায়েত এলাকার জন্য।  পুরসভা এলাকাগুলোতে মদের দোকান স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। 

পাঁচ দিন মোদের দোকান বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে দোকান মালিকরা। সেই সঙ্গে মাঝে সপ্তাহান্তে ছুটি থাকায় বিক্রি বাড়ে। তবে এবারে শনিবার তা না হাওয়াই বাড়তি ক্ষতির মুখোমুখি হবেন ব্যবসায়ীরা। যা নিয়ে বেশকিছুটা ক্ষোভ প্রকাশ করেছে মদ বিক্রেতারা।     

Comments are closed.