নাগরিকপঞ্জির পাল্টা জাতীয় বেকার পঞ্জি, টোল ফ্রি নম্বর দিয়ে রাজ্যে বেকার নথিভুক্তি শুরু যুব কংগ্রেসের

যুব সিপিএমের ধাঁচে এবার যুব কংগ্রেসও বাংলায় জাতীয় বেকার পঞ্জির সূচনা করল নেতাজির জন্মদিবসে। সারা দেশের মতো এই রাজ্যেও একটি টোল ফ্রি নম্বর দিয়ে যুব কংগ্রেস নেতারা সেখানে বেকার যুবকদের নাম, যোগ্যতা ইত্যাদি নথিভুক্ত করতে বলছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান জানান, এই পঞ্জি আমরা পরে কেন্দ্রীয় সরকারকে পাঠাব। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, সারা দেশের মতো এই রাজ্যেও বেকার সমস্যা ভয়াবহ। এ ব্যাপারে আমরা রাজ্য সরকারেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই।

সিপিএমের ছাত্র ও যুব সংগঠন দেশের সব রাজ্যে এনআরসি-র পাল্টা এনআরবি ন্যাশনাল রেজিস্টার অফ বেরোজগার চালু করেছে। দলের ছাত্র শাখার রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেন, তাঁরা যখন পাড়ায় পাড়ায় রাস্তার ধারে টেবিল পেতে বেকার ছাত্র-যুবকদের চাকরির আবেদনপত্র সংগ্রহ করেছিলেন, তখন ভালো সাড়া পেয়েছিলেন। এখন ডিওয়াইএফআই একই কর্মসূচি হাতে নিয়েছে। দেশে বেকারত্ব নিবারণ আইন (সিএএ-র মতো বিএএ) প্রণয়নের দাবিতে ১২ ফেব্রুয়ারি বাংলার ডিওয়াইএফআই দিল্লির যন্তর মন্তরে ধর্না অবস্থানের ডাক দিয়েছে।
কংগ্রেস সূত্রের খবর, ওই নম্বরে দেশের সব শিক্ষিত বেকারকে ফোন করতে বলা হয়েছে। তারপর তাঁদের নথি তৈরি করা হবে। বানানো হবে জাতীয় বেকার পঞ্জি। এপ্রিল মাসের গোড়ায় রাহুল গান্ধী তা তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে। দেশের বেহাল অর্থনীতি নিয়ে প্রচার করতে রাহুল আগামী সপ্তাহ থেকেই রাজ্যে রাজ্যে সভা করতে নামছেন। তার আগে নেতাজির জন্মদিনে চালু হল বেকারদের জন্য টোল ফ্রি নম্বর।

Comments are closed.