কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কমিশনে তৃণমূল, শাহকে খোঁচা যশবন্তের

প্রথম দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়। ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে যায়। দলে ছিলেন সুব্রত মুখার্জি, যশবন্ত সিনহা সহ আরও অনেকে।

তৃণমূলের অভিযোগ, ভোট প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। আগের দুই দফার ভোটে সন্ত্রাস করেছে বিজেপি। কিন্তু সন্ত্রাস না রুখে পক্ষপাতিত্ব করেছে কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্ত জওয়ানদের চিহ্নিত করে পরবর্তী ভোটের কাজে মোতায়েন না করার দাবি জানানো হয়। তৃণমূলের নেতাদের কথায়, তথ্যপ্রমাণ সহ কমিশনের কাছে তাঁরা অভিযোগ করেছেন।

অন্যদিকে নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই চিঠির ভিত্তিতে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। বৃহস্পতিবার মমতার লেখা চিঠির বিষয়ে প্রথম ডিজিকে জানায় কমিশন। এরপর ডিজির মারফত পূর্ব মেদিনীপুরের এসপি পুরো বিষয়টি জানতে পারে। পূর্ব মেদিনীপুরের এসপির নির্দেশে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করে একটি ডায়েরি করা হয়। সেই ডায়রির ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে কমিশনের কাছে।

Comments are closed.