সরকারি চাকরির নিয়োগ নিয়ে ত্রিপুরায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, কটাক্ষ কুণাল ঘোষের

ফের প্রকাশ্যে ত্রিপুরায় বিজেপির গোষ্ঠীকোন্দল। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সরকারী চাকরিতে নিয়োগ সংক্রান্ত অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। এই নিয়ে টুইটে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সুদীপ রায় বর্মন ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন,
সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে উদ্যোগ নিয়েছে তার বিধিমালা নিয়ে পরীক্ষার্থী মহলে অভিযোগ ওঠায় এনিয়ে পরীক্ষার স্বচ্ছতা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। তিনি আরও লেখেন, আমি উল্লেখিত পরীক্ষা কর্মসূচি বাতিল করার জন্য ফের আরেকবার সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং গোটা বিষয়টির তদন্ত সাপেক্ষে প্ৰয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এরপরেই কটাক্ষের সুর শোনা গেছে তৃণমূলের গলায়। কুণাল ঘোষ টুইট করে বলেন, Tripura: সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বর্মণের পোস্ট।
কী অবস্থা! মুখ্যমন্ত্রীকে জরুরি বিষয় বলার সুযোগ দলের সিনিয়র বিধায়কেরই নেই। পোস্ট করতে হয়।

ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঝামেলা বেশ পুরোনো। বিজেপির কেন্দ্রীয় নেতারা শত চেষ্টা করা সত্ত্বেও এই দুজনের মধ্যে মিটমাট করতে পারেনি। এরমধ্যে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে তৃণমূলের প্রবেশ নতুন করে চিন্তা বাড়িয়েছে বিজেপির।

Comments are closed.