মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত, তৃণমূলে যোগদানের সম্ভাবনা ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাসের

বুধ কিংবা বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। মঙ্গলবার কালিঘাটে মাথা মুড়িয়ে যজ্ঞ করে প্রায়শ্চিত্ত করেন তিনি। আর আগে আদিগঙ্গার জলে স্নানও করেন আশিস দাস।

এদিন সকালেই তিনি কলকাতায় পা রেখেছেন তিনি। তবে এই প্রথম অন্য রাজ্যের কোনও বিধায়ক ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন। এদিন আশিস দাস বলেন, একসময় বিজেপিকে ক্ষমতায় আনলেও ত্রিপুরার মানুষের জন্য কিছুই করেনি বিজেপি। আরও জানান, মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি৷ ত্রিপুরার সুরমা বিধানসভার বিজেপি বিধায়ক আশিষ দাস ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত। বিপ্লব দেব বিরোধী সুদীপ রায় বর্মনের অনুগামী তিনি।

বাংলায় তৃতীয়বারের ক্ষমতায় এসেই ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঝাঁপ দিয়েছে তৃণমূল। ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ওপর আক্রমণ করা হয়। এর তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, ত্রিপুরায় নাকি আইনের শাসন আছে। যদিও সেটা দেখা যাচ্ছে না। এখানে একেক জনের জন্য একেক রকম আইন রয়েছে।

Comments are closed.