রবিবার আগরতলায় সভা করার কথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। আর তাঁর সভা ঘিরেই ফের একবার আলোড়িত ত্রিপুরার রাজনীতি। অভিষেকের সভাস্থল পরিবর্তন করে আবারও আবেদন করার কথা জানিয়ে তৃণমূলকে চিঠি দিতে বলল ত্রিপুরা পুলিশ। আর যা নিয়ে ফের একবার দু’দলের মধ্যে শুরু হয়েছে তরজা।
তৃণমূলকে চিঠি দিয়ে ত্রিপুরা পুলিশের তরফে একাধিক কারণ দেখিয়ে অভিষেকের সভাস্থল পরিবর্তন করার কথা জানানো হয়েছে। পুলিশের চিঠিতে বলা হয়েছে, ত্রিপুরায় করোনা সংক্রমণ বাড়ছে, এই পরিস্থিতি বড় কোনও জন সমাগম করা যাবে না। এছাড়া সভাস্থল শহরের গুরুত্বপূর্ণ জায়গা হওয়ায় সভা ঘিরে যানজট বাড়বে। সেই সঙ্গে চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিষেকের সভার দিন ত্রিপুরায় রাষ্ট্রীয় একতা দিবস পালন হবে। পুলিশ অনুষ্ঠানে ব্যস্ত থাকায়, অভিষেকের সভায় নিরাপত্তা দেওয়ার জন্যও পুলিশ মোতায়েন করতেও সমস্যা হবে।
তৃণমূলের দাবি, পুরসভা ভোট উপলক্ষ্যে ত্রিপুরায় নির্বাচনী আইন লাগু রয়েছে। তাই সরাসরি সভা বাতিল করতে না পেরে ঘুর পথে অভিষেক ব্যানার্জিকে আটকানোর চেষ্টা করছে বিজেপি।
যদিও ত্রিপুরার বিজেপি নেতৃত্ব তৃণমূলের সমস্ত অভিযোগ খারিজ করেছে। গেরুয়া শিবিরের পাল্টা কটাক্ষ, সভায় লোক হবে না জেনেই তৃণমূল এসব অজুহাত দিচ্ছে।
উল্লেখ্য রবিবার ত্রিপুরার রাজধানী রবীন্দ্রভবনের সামনে সভা করার কথা অভিষেক ব্যানার্জির। সেই মতো সভাস্থলের আশেপাশে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ছবি দেওয়া ফ্লেক্সে মুড়ে ফেলেছে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব।
Comments are closed.