লক্ষ্য এবার দিল্লির মসনদ, টুইটার জুড়ে হিন্দিতে ট্রেন্ড #দিদি আ রাহি হ্যায়

#IndiaWantsMamataDi, #BengaliPrimeMinister এর পর টুইটার জুড়ে নয়া ট্রেন্ড #দিদি আ রাহি হ্যায়।
টুইটার হ্যান্ডেলে এখন ঘুরে বেড়াচ্ছে নতুন ট্রেন্ড #দিদি আ রাহি হ্যায়। এই প্ৰথমবার হিন্দিতে মুখ্যমন্ত্রীকে নিয়ে ট্রেন্ড দেখা গেল টুইটারে। রাজ্যে তৃতীয় বার সরকার গঠনের পরে তৃণমূলের লক্ষ্য ২০২৪ এ দিল্লি দখল। আর ‘দিদি আ রহি হ্যায়’ ট্রেন্ডের মাধ্যমে নেটিজেনরা দিল্লির মসনদে দিদিকেই দেখতে চাইছেন, তা বুঝিয়ে দিলেন। বিভিন্ন কৃষক সংগঠন থেকে শুরু করে নেটিজেনরা টুইটারে হ্যাশট্যাগে ব্যবহার করছেন ‘দিদি আ রহি হ্যায়’। বাংলার বাইরে অর্থাৎ দিল্লিতে হিন্দি ভাষার মানুষদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে ‘দিদি আ রহি হ্যায়’।

টুইট

বাংলার তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর ভারত মমতা দিদিকে চাইছে (#IndiaWantsMamataDi)
বলে ট্রেন্ড হয়েছে টুইটারে। মোদীকে সরিয়ে আগামী দিনে নতুন সরকার গঠনে মমতা ব্যানার্জির নেতৃত্ব চাইছেন নেটিজেনদের একাংশ। এর ঠিক পরেই ট্রেন্ড হয় বাঙালিপ্রধানমন্ত্রী (#BengaliPrimeMinister). ২০২৪ সালে ভোটের পর প্ৰধানমন্ত্রীর চেয়ারে মমতা দিদিকে দেখতে চান নেটিজেনরা।

এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি বিরোধী শিবিরের প্রধান মুখ হয়ে উঠেছেন তিনি। আর এবার তাই বাংলার গন্ডি ছাড়িয়ে দিল্লীতে অনুষ্ঠিত হবে ২১ শে জুলাই। ২০২৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী প্ৰধানমন্ত্রীর পদ থেকে সরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মমতা ব্যানার্জির ভাষণ রাজধানী দিল্লিতে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েছে তৃণমূল। তৃণমূলের এই লক্ষ্য উঠে এসেছে হিন্দিতে ‘দিদি আ রাহি হ্যায়’ র মধ্যে।

Comments are closed.