দুষ্কৃতী হামলার অভিযোগ, প্রতিবাদে উল্টোডাঙা-লেকটাউন রুটে অটো বন্ধ করলেন চালকেরা 

অটো চালকদের ওপরে হামলার অভিযোগে উল্টোডাঙা লেকটাউন রুটের অটো চলাচল বন্ধ করলেন চালকেরা। সপ্তাহের প্রথম দিনেই অটো চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা। ওই রুটে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

অটো চালকদের অভিযোগ, লক্ষ্মী পুজোর দিন রাতে একদল দুষ্কৃতীর সঙ্গে তাঁদের তীব্র বচসা বাধে। পরে ওই দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায় বলে দাবি অটো চালকদের। তাঁদের আরও অভিযোগ, পুলিশে অভিযোগ জানানো হলেও তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যার প্রতিবাদে অটো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। 

উল্টোডাঙা-লেকটাইন অটো রুটটি অত্যন্ত ব্যস্ত একটি রুট। পুজোর পরে সপ্তাহের প্রথম কাজের দিন হওয়ায় যাত্রীর সংখ্যাও অত্যন্ত বেশি ছিল। বিধানগরে ট্রেন থেকে অনেকেই অটো না পাওয়ায় চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়েছেন। বিকল্প পথে যেতে গিয়ে বাসেও ব্যাপক ভিড় হচ্ছে। ইতিমধ্যেই অটো চালকদের সঙ্গে আলোচনায় বসেছে স্থানীয় প্রশাসন। দ্রুত ব্যবস্থা গ্রহনেরও আশ্বাস দিয়েছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও অটো বন্ধ রেখেছে ওই রুটের চালকরা। 

Comments are closed.