রাজ্যে উর্দ্ধমুখী করোনা সংক্রমণের হার, বিশেষ সতর্কতা স্বাস্থ্য ভবনের

রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা স্বাস্থ্য ভবনের। বিশেষ তদন্ত কমিটি গঠন করা হল। বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে কোভিডের প্রিকশনারি ডোজ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ মজুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিকে।

পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম, উত্তর ২৪ পরগণা এবং বসিরহাটে বাড়ছে সংক্রমণের হার। স্বাস্থ্যভবনের দেওয়া তথ্য অনুযায়ী, এই পাঁচ জায়গার সংক্রমণের হার রাজ্যের অন্য জেলাগুলির থেকে কিছুটা বেশি। অন্যদিকে দেশেও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের।

Comments are closed.