উত্তরাখণ্ডের উত্তরকাশিতে তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। গত মঙ্গলবার গাড়োয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা’ শিখরের কাছে তুষারধসের কারণে ২৯ জন শিক্ষার্থী পর্বতারোহী নিখোঁজ হন। প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর তরফ থেকে জানানো হয়, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।
তুষারঝড়ে নিহতরা সকলেই ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর সদস্য। তাঁদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী পর্বতারোহীর। বাকি ২ জন প্রশিক্ষক। নিখোঁজদের খোঁজে সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে বলে জানানো হয়েছে। নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর তরফে জানানো হয়েছে, নিখোঁজেরা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, অসম, তেলঙ্গানা, কর্নাটক দিল্লি, অন্ধ্রপ্রদেশ ও উত্তরাখণ্ডের বাসিন্দা।
গত ৪ অক্টোবর উত্তরকাশীর ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ পর্বতের উদ্দেশ্যে বেরিয়েছিল শিক্ষার্থী ও প্রশিক্ষক মিলিয়ে ২৯ জনের দল। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় থাকার সময় সকাল সাড়ে ৮টা নাগাদ তুষারঝড় ওঠে। আটকে পড়েন ২৯ জনের ওই দল। ঘটনায় শোকপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হ।
Comments are closed.