অবস্থা বুঝে ব্যবস্থা, নিয়ম মেনে বড়দিনের উৎসব, গঙ্গাসাগর মেলা: করোনা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী 

করোনা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম মেনেই বড়দিনের উৎসব, গঙ্গাসাগর মেলাও হবে। বৃহস্পতিবার রাজভবন থেকে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বড় দিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই কোভিড পরস্থিতি নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে বলেন, আমাদের এখানে তো তেমন কিছু নেই। যদি হয় তখন ব্যবস্থা নেওয়া যাবে। এরপরেই গঙ্গাসাগর মেলা, বড়দিন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, মানুষ উৎসব পালন করবে না? এখন এখানে কোভিড নেই। যদি আসে নিশ্চই সাবধানতা অবলম্বন করতে বলব। আমাদের রাজ্যে এখনও কোভিড নেই। সেই জন্য আগে থেকেই আসবে বলে ধরে নিতে চাই না। এলে নিশ্চই ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির ওপর নজর রাখতে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে ইতিমধ্যেই একটি কমিটি তৈরি করেছে নবান্ন। কোভিড পরিস্থিতির ওপর নজরও রাখা হচ্ছে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। 

Comments are closed.