দক্ষিণবঙ্গে খামখেয়ালি বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, আর কী জানাচ্ছে হওয়া অফিস 

দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে। তবে বর্ষা এলেও সেই অর্থে বৃষ্টির দেখা নেই। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। এদিন সকাল থেকে কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও, এখনই সুখবর দিচ্ছে না হওয়া অফিস। আপাতত দু’এক পশলা বৃষ্টিতেই খুশি থাকতে হবে দক্ষিণের বাসিন্দাদের। অন্তত আগামী পাঁচ দিন পরিস্থিতি এমনটাই থাকবে বলে জানানো হয়েছে। 

অন্যদিকে এ বছর সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। উত্তরে পা রেখেই বর্ষা তার দাপট দেখাচ্ছে। মাঝে দু’এক দিন পরিস্থিতি কিছুটা উন্নত হলেও বৃষ্টি থেকে রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, কালিম্পিঙ-এ ভারী বৃষ্টি হবে। পাশপাশি শনিবার আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হওয়া অফিস। 

এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। গরম কিছুটা কমলেও বৃষ্টির অভাবে আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই হওয়া অফিস জানিয়েছে। 

Comments are closed.