উত্তরে প্রবেশ করলেও দক্ষিণে দেখা নেই, বর্ষার অভাবে এখনই কমছে না অস্বস্তি 

সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করলেও অস্বস্তি কমছে না দক্ষিণবঙ্গবাসীর। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ৯০% এর ওপরে আদ্রতা। ফলে সারাদিন ভ্যাপসা গরমের অস্বস্তি থাকছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সময়ের আগেই রাজ্যে বর্ষা ঢুকছে, কিন্তু তা শুধুমাত্র সীমাবদ্ধ রয়েছে উত্তরের জেলাগুলিতে। 

হওয়া অফিস জানায়, শুক্রবার বিকেলে থেকে এখনও পর্যন্ত বর্ষার প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতেই দেখা গিয়েছে। এখনও দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি মৌসুমী বায়ু। দার্জিলিং, কালিম্পিঙ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে একমাত্র মালদায় বৃষ্টির দেখা নেই। 

অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সোমবারও কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। যদিও তার জেরে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সেই সঙ্গে মঙ্গল ও বুধবার নদীয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিবাদে বজ্র-বিদ্যুৎ সহ কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। 

Comments are closed.