ম্যাথ্যু স্যামুয়েলের গ্রেফতারির দাবি TMC সাংসদ অপরূপা পোদ্দারের
নিজাম প্যালেসে সিবিআই অফিসে ৬ ঘণ্টা সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী
নারদকাণ্ডে কেন গ্রেফতার নন ম্যাথ্যু স্যামুয়েল? প্রশ্ন তুললেন নারদ মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
ফিরহাদ হাকিম, সুব্রত মুখ্যার্জি, মদন মিত্র ও শোভন চ্যাটার্জির গ্রেফতার নিয়ে তুলকালাম রাজ্যজুড়ে। নিজাম প্যালেসে সিবিআই অফিসে ৬ ঘণ্টা সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার সিবিআইয়ের পদক্ষেপের প্রতিক্রিয়া দিতে গিয়ে আরামবাগের সাংসদ অপরূপা বলেন, ম্যাথু স্যামুয়েলকে কেন ধরা হচ্ছে না? উনি কোথা থেকে অত টাকা পেলেন? এটা তাকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে না?
নিজের কথা উল্লেখ করে বলেন, আমাকে যতবার সিবিআই-ইডি ডেকেছে ততবার গিয়েছি। আবার ডাকলে যাবো। কিন্তু আসল কথা হল বিজেপি বাংলায় হারটাকে হজম করতে পারছে না। তাই এই অতিমারির সময় করোনা নিয়ে কাজ না করে রাজনৈতিক উদ্দেশ নিয়ে এসব করছে।
তৃণমূল সাংসদের অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রের কথাতেই চলেছে। শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের নাম উল্লেখ না করে প্রশ্ন তোলেন, যারা জামা পাল্টেছে, শিবির বদল করেছে তারা নির্দোষ। আর যাঁরা তা করেনি তাঁরা খারাপ? তৃনমূলকে ভয় দেখানো হচ্ছে?
Comments are closed.