বিধবা ভাতা প্রাপকরাও এবার পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সিদ্ধান্ত নবান্নের

এবার বিধতা ভাতা পেলেও মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা। বুধবার বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বিধবা ভাতা প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না। এবার সেই নিয়মে বদল আনা হচ্ছে। জানা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে বিধবা মহিলার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। ২০২০ সালে বিধবা ভাতার পরিমাণ বাড়িয়ে ১০০০ করে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে এই মুহূর্তে বিধবা ভাতা পান প্রায় ২৩ লক্ষ মহিলা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি টাকা পাঠায় নারী ও শিশু এবং সমাজকল্যাণ দফতর। অন্যদিকে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রায় ১.৮০ কোটি মহিলা।

উল্লেখ্য, ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভেটের আগে প্রতিশ্রুতি মতন জয়ী হওয়ার পরেই এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা এই প্রকল্পে মাসে ১০০০ টাকা এবং অন্যান্য মহিলারা মাসে ৫০০ টাকা করে পান। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে মিললে তফসিলি জাতি ও উপজাতির বিধবাদের অনুদানের টাকা দ্বিগুণ হবে। অন্যদিকে বাকিদের ক্ষেত্রে অনুদানের অঙ্ক বাড়বে ৫০০ টাকা। কয়েকদিন আগেই বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প স্কচ পুরস্কার পেয়েছে। পুরষ্কার পাওয়ার পর টুইট করে আনন্দ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লেখেন, মহিলাদের ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছি।

Comments are closed.