কালীপুজোর আগেই জাঁকিয়ে শীত! আবহাওয়া নিয়ে যা জানাল হাওয়া অফিস 

পুজোর পরেই আবহাওয়ায় খানিকটা পরিবর্তন এসেছে। রাতের দিকে, ভোরের দিকে হালকা শীতের আমেজ। গরমের অস্বস্তিকর পরিস্থিতি তেমনটা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর আগেই দক্ষিণবঙ্গের তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হবে। পুজোর দিনগুলোতে গরম জামা কাপড় গায়ে দিতে হতে পারে। 

দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা কমেছে। বিকেলের দিক থেকে তা টেরও পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আগামী দু’তিন দিন আবহাওয়ার তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। যদিও পশ্চিমের জেলাগুলোতে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমেছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। যা দেখে বোঝা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমের জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। 

কলকাতা এবং সংলগ্ন আশেপাশের জেলায় তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। মেঘলা আকাশ থাকলেও মূলত আবহাওয়া মনরোম থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। 

Comments are closed.