এই বছরের শেষের দিকেই একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপের চূড়ান্ত সূচি তৈরি না হলেও জানা গিয়েছে ৫ অক্টোবর শুরু হতে চলেছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
আহমেদাবাদের পাশাপাশি বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট ও মুম্বইকে বিশ্বকাপের ম্যাচের জন্য শর্টলিস্ট করেছে বিসিসিআই। উৎসবের মরশুমে বিশ্বকাপ হতে চলেছে। ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোর সময় কলকাতায় কোনও ম্যাচ হবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তবে পুজোর সময় কলকাতায় কোনও ম্যাচের অনুমতি দেবে না কলকাতা পুলিশ বলেই মনে করা হচ্ছে। এমনকি ১৫ নভেম্বর দিওয়ালির সময় কলকাতায় ম্যাচ হওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, অক্টোবর ও নভেম্বর মাসে দেশজুড়ে উৎসবের আবহে বিশ্বকাপ চলবে। তাই ক্রিকেটপ্রেমীদের কাছে এই সময়টা উৎসবের পাশাপাশি ক্রিকেট নিয়ে একটা উম্মাদনা থাকবে তা বলাই যায়। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা পাকিস্তান, সেটা এখনও ঠিক হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না গেলে পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না।
Comments are closed.