শিল্পের জন্য তৈরি ১০ হাজার একর জমি, জানাল শিল্পোন্নয়ন দফতর, বড় শিল্পের জন্য ইতিমধ্যেই চিহ্নিত ৫ হাজার একরেরও বেশি জমি

রাজ্যে বড় শিল্প তৈরির লক্ষ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার একর জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, ছোট ও বড় শিল্পের জন্য মোট ১০ হাজার একরেরও বেশি জমি রয়েছে শিল্পোন্নয়ন নিগমের হাতে। নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, এর অর্ধেক জমি বড় শিল্পের জন্য বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে শুধু জমি বরাদ্দ করাই নয়, বড় শিল্পের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বন্দোবস্তও করে দেওয়া হয়েছে বলে খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবারের শিল্প সম্মেলন থেকে মোট ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। রাজ্যে বড় লগ্নি টানতে ১০ হাজার ২২৩ একর জমির মধ্যে ৫ হাজার ৪৭৬ একর জমি তৈরি রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রাস্তা, বিদ্যুৎ সংযোগ ও শিল্প অনুকূল বিভিন্ন পরিকাঠামো গড়ে দেওয়ার পাশাপাশি, বহু জায়গায় শিল্পের সুবিধার্থে কমন ফেসিলিটি সেন্টার, ট্রেনিং সেন্টার বা পণ্য বানিজ্যকরণের সুযোগ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং নদিয়া সহ পশ্চিমবঙ্গের মোট ২৪ টি শিল্প তালুকে বড় শিল্পের জমি রাখা আছে বলে জানা গিয়েছে। ওই সব অঞ্চলে মোট জমির পরিমাণ প্রায় ৯ হাজার ৫৭৪ একর। এর মধ্যে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কাজ করছে বিভিন্ন শিল্প সংস্থা। তবে যে বিশাল পরিমাণ জমি এখনও রাজ্যের হাতে আছে, তাতে সহজেই বড় বিনিয়োগ আসতে পারে বলে দাবি করেছেন শিল্প দফতরের শীর্ষ অফিসাররা। শিল্প দফতরের এক কর্তার কথায়, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে জমি যে এখন কোনও ইস্যুই নয়, তার প্রমাণ এই ল্যান্ড ব্যাঙ্ক।

Comments are closed.