পুলিশি অত্যাচারের প্রতিবাদে কাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বামেদের

বাম ছাত্র-যুবদের নবান্ন চলো অভিযানে পুলিশি জুলুমের অভিযোগে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল বামেরা। ধর্মঘটকে সমর্থন জানাল কংগ্রেস। 

আজ সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল এসে মিলিত হয় কলেজ স্ট্রিটে। সেখান থেকে এস এন ব্যানার্জি রোড ধরে মিছিল এগিয়ে যায় নবান্নর দিকে। রাস্তায় মোতায়েন ছিল প্রচুর পুলিস। মিছিল ধর্মতলা পৌঁছতেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল। শুরু হয় ধুন্ধুমার। পুলিস লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে। বামেদের অভিযোগ পুলিশি অত্যাচারে আহত হয়েছেন বহু ছাত্র-ছাত্রী। এর প্রতিবাদে বাম ছাত্র-যুবরা মৌলালি মোড়ে অবস্থান করতে শুরু করে। সেখানে একপ্রস্থ ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। 

প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বামেরা। বনধকে সমর্থন করেছে কংগ্রেস।

Comments are closed.