আবার MIM এ ভাঙ্গন! তৃণমূলে মালদার মিম নেতা সাব্বির আহমেদ

ওয়েসির দলে আবার ভাঙ্গন ধরাল তৃণমূল। এবার মালদার মিম নেতা যোগ দিলেন তৃণমূলে। তাঁর সঙ্গেই আরও শতাধিক মিম কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। 

বাংলার সংখ্যালঘু ভোটে হায়দরাবাদের আসাদউদ্দিন ওয়েসির দল মিমের প্রভাব রুখতে প্রথম থেকেই তৎপর তৃণমূল। বারবার তাদের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগে সরব হচ্ছেন খোদ মমতা। যদিও, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি-মিম দু’দলই।

এই পরিস্থিতিতে মুসলিম অধ্যুষিত মালদা জেলায় মিমের সংগঠনে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল। ওয়েসির দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন মালদা মিমের প্রথম সারির নেতা সাব্বির আহমেদ। তৃণমূল সূত্রে দাবি, সাব্বিরের সঙ্গে দশটি ব্লক থেকে মিমের শতাধিক নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।

মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম নূর বলেছেন, ভোটের আগে এই যোগদানে আরও শক্তিশালী হল দল। আগামী দিনেও ব্লকে ব্লকে যোগদান কর্মসূচি চলবে। তাঁর দাবি, বাংলায় তৃণমূলই একমাত্র বিজেপিকে আটকাতে পারে।

সাব্বির আহমেদ বলেছেন, বিজেপি ও মিম দুটোই সাম্প্রদায়িক দল। বাংলার উন্নয়নে সামিল হতে ধর্মনিরপেক্ষ দল তৃণমূলে যোগ দিলাম।

Comments are closed.