রবিবার থেকে ১৫ দিনের লকডাউন রাজ্যে, জরুরি ছাড়া বন্ধ সমস্ত দফতর, পরিবহণ

রবিবার থেকে ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। 

১৬ মে, রবিবার থেকে বন্ধ থাকবে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। নিষিদ্ধ সমস্ত রকম ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক জমায়েত। রাস্তায় চলবে না বাস, মেট্রো, রেল, অটো, রিকশা। একমাত্র জরুরি পরিষেবা প্রদানের জন্য পরিবহণ ব্যবহার করা যাবে। 

মুদি ও মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত। বাজার হাট খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জনকে আমন্ত্রণ করা যাবে।

চা বাগানে ৫০% এবং চটকলে ৩০% কর্মী নিয়ে কাজ চলবে। ব্যাঙ্ক সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত কাজ করবে তবে এটিএম চালু থাকবে। 

জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন ব্যানার্জি।

Comments are closed.