দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬

বিজেপির কোন্দলের দিকে আঙ্গুল তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ

শীতলকুচিতে দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ।

বুধবার কোচবিহারে সভা করে ফেরার পথে দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলা হয়। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। দিলীপ ঘোষ নিজেও অল্পবিস্তর আঘাত পান। কনভয়ের অন্য গাড়িতেও ভাঙচুর হয়। সেই সঙ্গে চলে ব্যাপক বোমাবাজি।

দিলীপ ঘোষের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। অভিযোগ উড়িয়ে পাল্টা আদি ও তৎকাল বিজেপির কোন্দলের দিকে আঙ্গুল তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

সেই ঘটনায় বৃহস্পতিবার ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলাকারীরা গ্রেফতার হলেও এখনও জানা যায়নি তাঁরা কোন দলের সমর্থক। বিজেপির রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন থানার সামনে বিক্ষোভ শুরু হয়েছে। কলকাতায় নির্বাচন কমিশনের অফিসের সামনেও ধর্নায় বসে বিজেপি।

Comments are closed.