করোনা কালে পুজো শেষ! জেনে নিন আগামী বছরের দুর্গা পুজোর নির্ঘণ্ট, কবে মহালয়া, কবে অষ্টমী

বৃষ্টির পূর্বাভাস থাকলেও পুজোর কটা দিন ভালোই ছিল আবহাওয়া। তবে করোনা পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সেই পরিচিত মেজাজ এবার ধরা পড়েনি। এর মধ্যে এসে পড়ল বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের পরই মুখভার হয়ে যায় বাঙালির। সঙ্গে শুরু হয় আবার এক বছরের প্রতীক্ষা।

তবে এবারের মতো আগামী বছর আর মহালয়ার পর এক মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হবে না, এক সপ্তাহ পরই শুরু হবে পুজো।

একনজরে দেখে নেওয়া যাক আগামী বছরের পুজোর নির্ঘণ্ট। ২০২১ সালে মহালয়া পড়েছে ৬ অক্টোবর, বুধবার।

ষষ্ঠীর দিন ১১ অক্টোবর, সোমবার। সপ্তমী ১২ অক্টোবর, মঙ্গলবার। মহাঅষ্টমী ১৩ অক্টোবর, বুধবার এবং মহানবমী ১৪ অক্টোবর বৃহস্পতিবার। বিজয়া দশমী ১৫ অক্টোবর, শুক্রবার৷

ভিড় করে ঠাকুর দেখার চেনা ছবিটাই এবার বদলে দিয়েছে অতিমারি করোনাভাইরাস। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার আর চাপা উদ্বেগ নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়িয়েছেন দর্শনার্থীরা। পুজোর বাজার থেকে কেনাকাটা সবই এবার হয়েছে বাজেট কাটছাঁট করে। করোনা মুক্ত হয়ে আবার গোটা বিশ্ব নিউ নর্মাল থেকে নর্মালে ফিরবে, সেই প্রার্থনা ও আশা রেখেই আগামী বছরের পুজোর দিন গোনা শুরু করল বাঙালি।

Comments are closed.