বাংলার মুকুটে নয়া পালক, দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান পেলেন ৪ বাঙালি বিজ্ঞানী

বাংলার মাথায় নয়া পালক। ভাটনগর শান্তি পুরস্কার পেলেন বাংলার চার বাঙালি বিজ্ঞানী। এই বছর এই পুরস্কার পাচ্ছেন মোট ১১ জন বাঙালি। তাঁদের মধ্যে আছেন বাংলার চারজন বিজ্ঞানী কনক সাহা, কণিষ্ক বিশ্বাস, দেবদীপ মুখার্জি ও অনীশ ঘোষ।

এর আগেও ২০১৯ সালে ৬ জন বাঙালি এই পুরস্কার পেয়েছিলেন। ২০২০ সালেও ৬ জন বাঙালি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। পুণের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের অ্যাসোসিয়েট প্রোফেসর পদে রয়েছেন কনক সাহা। ভারতের পাঠানো কৃত্রিম উপগ্রহ অ্যাস্ট্রোস্যাট ৯৩০ কোটি আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রপুঞ্জ থেকে আসা অতিবেগুনী রশ্মি চিহ্নিত করেছিল এবং তা থেকেই আলোর উৎস সন্ধানে দিশা দেখিয়েছিল একদল বিজ্ঞানী। সেই বিজ্ঞানীদের দলে ছিলেন তিনি। অন্যদিকে খড়গপুর আইআইটি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট প্রফেসর আরেক বিজ্ঞানী দেবদীপ মুখার্জি যে প্রযুক্তির ওপরে কম্পিউটারের তথ্য সুরক্ষিত থাকে সেই ক্রিপ্টোগ্রাফি ও কম্পিউটার আর্কিটেকচার নিয়ে গবেষণা করছেন। ভাটনগর পুরস্কার পাওয়া কণিষ্ক বিশ্বাস বেঙ্গালুরুতে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চে অ্যাসোসিয়েট প্রফেসর পদে রয়েছেন।

রবিবার দিল্লির ‘বিজ্ঞান ভবনে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর ৮০-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ বছরের ভাটনগর পুরস্কারজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু।

Comments are closed.