জাতীয়স্তরে বেঙ্গল মডেলের জয়জয়কার! প্ল্যাটিনাম-সোনা সহ চারটি পদক বাংলার সরকারের

ফের সম্মানিত হল পশ্চিমবঙ্গ সরকার। আরও একবার স্কচ আওয়ার্ড পেল পশ্চিমবঙ্গ সরকার। মোট ৪ টি আওয়ার্ড পেয়েছে বাংলা। এরমধ্যে একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দুটি সিলভার আওয়ার্ড আছে। মঙ্গলবার একথা জানিয়ে পরপর দুটি টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। সেখানে চারটি পদকের ছবি দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। এই চারটি পদকই পেয়েছে বাংলা।

সেখানে দেখা যাচ্ছে গ্রামীণ এলাকায় অনলাইনের ট্রেড লাইসেন্স প্রদানের জন্য সিলভার আওয়ার্ড পেয়েছে বাংলা।

গোল্ড আওয়ার্ড পেয়েছে শহুরে এলাকায় অনলাইনে সার্টিফিকেট নবীকরণ পরিষেবার।

প্ল্যাটিনাম আওয়ার্ড এসেছে শিল্পসাথী প্রকল্পের জন্য। আরেকটি সিলভার আওয়ার্ড এসেছে ই- নথিকরণের বিভাগের জন্য।

এর আগেও একাধিক বার স্কচ আওয়ার্ড পেয়েছে বাংলা বিভিন্ন প্রকল্পের জন্য। এই সব পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী।

Comments are closed.