তিন নয় স্নাতক স্তরের পড়াশোনা এবার ৪ বছরের; ট্যুইটে বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

জাতীয় শিক্ষানীতি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে এসেছে রাজ্য সরকার। তবে রাজ্যের পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরে পিছিয়ে না পড়েন, সে কারণেই এবার ৩ বছরের বদলে পড়ুয়াদের স্নাতক হতে সময় লাগবে ৪ বছর। বুধবার নতুন এই নিয়মের কথা জানিয়ে ট্যুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

ব্রাত্য বসু এদিন ট্যুইটে লেখেন, একটি বিভ্রান্তিমূলক খবর প্রচারিত হচ্ছে যে, রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে। এটিকে সত্যের অপলাপ বললেও কম বলা হবে। রাজ্য সম্পূর্ণ পৃথক একটি স্টেট এডুকেশন পলিসি তৈরি করেছে। যেখানে সমস্ত বেস্ট প্র্যাকটিসেস বা ভালো ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। পাশাপাশি ৪ বছরের ডিগ্রি কোর্স চালু না করলে আমাদের ৭ লক্ষ পড়ুয়া সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশই নিতে পারত না। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, কলেজে ভর্তি নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সে কারণে আপাতত কেন্দ্রীয়ভাবে ভর্তি বন্ধ থাকছে। 

কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোতে আগের মতোই অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে। এদিন উচ্চশিক্ষা দফতরের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উচ্চ শিক্ষা দফতরের কমিটির সুপারিশ মেনেই স্নাতকস্তরে চার বছরের ডিগ্রি কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Comments are closed.