ঠিক যেন বিমান সেবিকা, এবার বন্দে ভারতে মহিলা ‘কোচ অ্যাটেন্ড্যান্ট’, 

বিমান সেবিকার ধাঁচে এবার বন্দে ভারতের কামরায়ও দেখা যাবে মহিলা কোচ অ্যাটেন্ড্যান্ট। গুয়াহাটি এনজিপি বন্দে ভারতের এক্সপ্রেসেই কোচ অ্যাটেন্ড্যান্ট-দের দেখা মিলবে। রেল সূত্রে এমনটাই খবর। 

বুধবার থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে গুয়াহাটি এনজিপি বন্দে ভারত। সেমি হাইস্পিড এই ট্রেনটিতে শুরু থেকেই যাত্রী পরিষেবায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তারই অংশ এই কোচ অ্যাটেন্ড্যান্ট। যদিও উত্তর-পূর্ব সীমান্ত রেলের দাবি, কোনও বিশেষ লক্ষ্য এটি করা হচ্ছে না। মূলত যাত্রী পরিষেবা ঢেলে সাজাতে আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে। রেলের তরফে আরও জানানো হয়েছে, মহিলা অ্যাটেন্ড্যান্টদের পাশাপাশি পুরুষ অ্যাটেন্ড্যান্টরাও থাকবেন। 

রেলের দাবি আইআরসিটিসির কন্ট্রাক্টর নিযুক্ত মহিলা অ্যাটেন্ড্যান্টরা যাত্রীদের আতিথিয়েতা দিতে পারেন কিনা,  তাই পরীক্ষামূলকভাবে দেখা হবে। এদিকে জানা গিয়েছে, হাওড়া এনজিপি বন্দে ভারতেও মহিলা অ্যাটেন্ড্যান্টরা কাজ করছেন। 

উল্লেখ্য, গুয়াহাটি এনজিপি বন্দে ভারত রাজ্যের তৃতীয় সেমি হাইস্পিড ট্রেন। এর আগে হাওড়া এনজিপি এবং হাওড়া পুরী বন্দে ভারত পেয়েছে রাজ্য। 

Comments are closed.