মিজোরামে পাথর খাদান ধসে মৃত্যু বাংলার ৫ শ্রমিকের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মিজোরামে পাথর খাদান ধসে মৃত্যু হয়েছে বাংলার ৫ শ্রমিকের। এই ঘটনায় শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। টুইটে তিনি লিখেছেন, মিজোরামে পাথর খনি ধসে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ৫ জন শ্রমিক। এই ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। আমরা মৃতদেহ ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করছি।

৫ জনের মধ্যে ২ জনের বাড়ি নদিয়া আর ১ জনের বাড়ি উত্তর ২৪ পরগনায়। মৃত ব্যক্তিদের নাম মিন্টু মণ্ডল, রাকেশ বিশ্বাস, বুদ্ধদেব মণ্ডল, মদন দাস ও সুব্রত। এই দুর্ঘটনায় মৃত ৭ জনের বাড়ি অসম, ঝাড়খণ্ড ও মিজোরামে। একটি রাস্তা নির্মাণের সময় ধস নামে। মৃত্যু হয় তাঁদের। তাঁরা এ বি সি কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি সংস্থায় কাজ করতেন। চলতি মাসের এই ৮ তারিখে তাঁরা ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতে মিজোরামে গিয়েছিলেন। ওই ঠিকাদার সংস্থা মিজোরামে জাতীয় সড়ক নির্মাণ করছিল। সেই রাস্তা নির্মাণের সময় পাথর খাদান থেকে পাথর আনার কাজ করছিল ওই ১৩ জন।

Comments are closed.