রেলের পদস্থ আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে চাকরির টোপ, গ্রেফতার ৬

চাকরি প্রার্থীকে ই-মেল করে প্রথমে ইন্টারভিউর জন্য ডাক, পরে চাকরি করিয়ে দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা নেওয়া, রেলের পদস্থ আধিকারিক সেজে এভাবেই আর্থিক প্রতারণা করে আসছিল সার্ভে পার্কের শুভজিৎ চৌধুরী, ঝাড়খণ্ডের শঙ্কর হেমব্রম, পূর্ব সিংভূমের বাসিন্দা নীলকুমার ভগত, মধুপুরের হুমায়ূন আলি, ও তপসিয়ার সুমন দাস। এদের দ্বারা কয়েকদিন আগে আর্থিক প্রতারণার শিকার হয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন খড়গপুরের বিধান পল্লির বাসিন্দা কাররি যোগেশ। তাঁর অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে ইস্টার্ন রেলওয়ের সদর দফতরের চত্বর থেকে ৬ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত করে অভিযুক্তদের কাছ থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ট্যাম্প দেওয়া নকল নিয়োগপত্র উদ্ধার করা হয়। এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের নকল নিয়োগপত্র দিয়ে বিভিন্ন চাকরি প্রার্থীকে টোপ দেওয়ার চেষ্টায় ছিল অভিযুক্তরা। সেই নকল নিয়োগপত্রও উদ্ধার করেছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, এর পিছনে বড় প্রতারণা চক্রের হাত রয়েছে। ধৃতদের মাধ্যমে মূলত নকল ইন্টারভিউ করিয়ে টাকা তোলা হত। অভিযুক্তদের জেরা করে এই প্রতারণে চক্রের মাথাদের খোঁজ করছে পুলিশ।

Comments are closed.