চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এর নতুন দিনক্ষণ ঘোষিত হল মঙ্গলবার।মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানান, আগামী ১৮ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে হবে JEE মেইনস পরীক্ষা, অগাস্টে অ্যাডভান্সড। আর NEET পরীক্ষা হবে আগামী ২৬ জুলাই।
২০২০ সালের JEE মেন হওয়ার কথা ছিল ৭ থেকে ১১ এপ্রিলের মধ্যে। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ায় পরীক্ষা স্থগিত রাখা হয়। একইভাবে NEET এর তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩ মে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয়বার কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোয় ৩ মে এর NEET আরও পিছিয়ে যায়। সরকারের তরফে জানানো হয়, লকডাউন শেষ না হলে এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে এই দুই পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়। এদিকে লক্ষ-লক্ষ পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন। এই পরিস্থিতিতে মঙ্গলবার JEE ও NEET পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।
এদিন ট্যুইটার ও ফেসবুকে ওয়েবিনারের মাধ্যমে ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের জবাবও দেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। অন্যান্য পিছিয়ে যাওয়া পরীক্ষাগুলিও ১৫ জুনের পর যে কোনও সময় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। রমেশ পোখরিয়াল বলেন, খুব তাড়াতাড়ি UGC র NET ছাড়াও অন্যান্য পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।
Comments are closed.