বারাকপুরের বিজেপি নেতা, অর্জুন সিংহ ঘনিষ্ঠ মণীশ শুক্লাকে থানার সামনে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু, উত্তেজনা
রবিবার সন্ধ্যায় বারাকপুর থানার সামনে গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা মণীশ শুক্লা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিজেপি সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ মণীশ শুক্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে গণ্ডগোল ঠেকাতে।
সূত্রের খবর, এদিন সন্ধ্যায় বারাকপুর থানার সামনে কিছু দুষ্কৃতী আচমকাই মণীশ শুক্লার ওপর চড়াও হয়। একদম সামনে থেকে তাঁকে লক্ষ্য করে পর পর ৫-৬ টি গুলি চালায়। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে যেতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। কয়েকমাস আগেই মণীশ শুক্লা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বাম আমলে তিনি ছিলেন সিপিএম সাংসদ তড়িৎ তোপদার ঘনিষ্ঠ। সরকার বদল হতেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। আবার অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ার পর মণীশ গেরুয়া শিবিরে যোগ দেন। কে বা কারা ভরসন্ধ্যায় এভাবে থানার সামনে গুলি চালিয়ে তাঁকে খুন করল তা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হত্যা চালিয়েছে। অন্যদিকে, শাসক শিবির অভিযোগ করেছে, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বারাকপুরে গণ্ডগোল চলছিল, সেই ঝামেলাতেই তিনি আক্রান্ত হয়েছেন।
Comments are closed.