অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত টেনশন, নয়তো রাতে দেরি করে ঘুমাচ্ছেন! আর এর কারণেই চোখের নিচে কালো দাগ দিন দিন হয়ে উঠছে স্পষ্ট। চোখের তলায় ডার্ক সার্কেল নিয়ে ভাবনা দূর করতে ঘরোয়া কিছু উপাদানের হদিশ রইল যা আপনার চোখের নিচের কালো দাগকে দূর করবে।
আমলা তেল ও পাতিলেবু: অতিমারির সময় থেকে নিশ্চয়ই বাড়িতে আসছে পাতিলেবু! তবে চিন্তা কি, এক চামচ আমলা তেল এ কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে চোখের চারপাশে মাসাজ করে নিন ২-৩ মিনিটের জন্য।
অ্যালোভেরা: যত দিন যাচ্ছে মানুষ যতই সৌখিন হচ্ছে, সঙ্গে সচেতনও। তাই অনেকের বাড়িতেই ব্যালকনি বাগানে আজকাল অ্যালোভেরা গাছ লাগানো হয়। সেখান থেকে একটি ডাল কেটে রাতে শোয়ার আগে অ্যালোভেরার জেল নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য চোখের নিচে মাসাজ করুন।
গোলাপ জল: বিউটি প্রোডাক্ট হিসাবে গোলাপজল আমাদের সবার বাড়িতেই থাকে। একটি কটন প্যাডে গোলাপ জল দিয়ে চোখের পাতার ওপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।
ঠান্ডা দুধ: সপ্তাহে তিন দিন তুলার মধ্যে ঠান্ডা দুধ নিয়ে চোখের পাতার চারপাশে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
Comments are closed.