স্বপ্ন উড়ানের পথে দৌড়বিদ হিমা দাস, অসম পুলিশে ডিএসপি হিসাবে নিযুক্ত হলেন
একজন দায়িত্বপ্রাপ্ত ডিএসপি হয়ে হিমা জানিয়েছেন, তিনি রাজ্যের উন্নতির জন্য কাজ করবেন।
অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরায়। তবুও ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে বড় হয়ে দেশের জন্য কিছু করবে সে। আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন দৌড়বিদ হিমা দাস অসম পুলিশে ডেপুটি সুপারিটেনডেন্ট হিসেবে দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। গুয়াহাটিতে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠানের, সেখানেই সরকারিভাবে শপথ গ্রহণ করে দেশ সেবার কাজে নিযুক্ত হলেন হিমা। অনুষ্ঠান সভায় শৈশবের কথা বলতে গিয়ে কাঁপা কন্ঠে তিনি বলেন, ছোটবেলার স্বপ্ন পূরণ হল। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন পুলিশ অফিসার হওয়ার। তিনি আরও জানালেন, এই স্বপ্নপূরণের মুহূর্ত তাঁর স্মৃতিতে চিরোজ্জ্বল হয়ে থাকবে।
অনুষ্ঠান সভায় হিমা দাসের হাতে অসম পুলিশের শীর্ষস্থানীয় কর্তৃত্বের নিয়োগপত্র তুলে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এদিন হিমার পাশাপাশি আরও ৫৯৭ জন সাব ইন্সপেক্টরের নিয়োগ পত্র পান।
নতুন দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে দৌড়বিদ হিমা দাস শৈশবের দিনগুলোতে ফিরে গিয়ে বলেন, “স্কুলে পড়ার সময় থেকেই পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতাম। মা সবসময় চাইতেন অসম পুলিশের হয়ে কাজ করি। তাই আজ আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হল।” একজন দায়িত্বপ্রাপ্ত ডিএসপি হয়ে হিমা জানিয়েছেন, তিনি রাজ্যের উন্নতির জন্য কাজ করবেন। এরই সঙ্গে ব্যক্ত করেন তাঁর ক্রীড়া জীবনের প্রতিশ্রুতির কথাও।
Comments are closed.