তুরস্কে কঠোর অনুশীলনের মধ্যেও পরীক্ষার পড়া, দুর্দান্ত রেজাল্টে তাক লাগালেন অসমের হিমা দাস

পরীক্ষার একমাস আগে তুরস্কে কঠিন অনুশীলনে ব্যস্ত ছিলেন দৌড়বিদ হিমা দাস, তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন তিনি। শনিবার অসম হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার (এএইচএসইসি) রেজাল্ট বেরিয়েছে। তাতে প্রথম বিভাগে পাশ করেছেন অ্যাথলিট হিমা দাস।
ইংরেজিতে ৬৩, অসমিয়াতে ৮৪, অ্যাডভান্স অসমিয়াতে ৬০, রাষ্ট্রবিজ্ঞানে ৭৫, এডুকেশনে ৬৭ এবং ভূগোলে ৪৬ সহ ৭০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেন হিমা। পরীক্ষার একমাস আগেও তুরস্কে প্রশিক্ষণ নিচ্ছিলেন হিমা দাস। ধিং কলেজে হিমার শিক্ষক সমস্ত বই কুরিয়্যর করে পাঠিয়েছিলেন তুরস্কে। কঠোর অনুশীলনের পাশাপাশি চলতে থাকে পরীক্ষার পড়া। হিমার বাবা রণজিৎ দাস বলছেন, তাঁরা ভীষণ খুশি যে, কোনও শিক্ষকের সাহায্য ছাড়াই প্রথম বিভাগে পাশ করেছে মেয়ে। পরীক্ষার মাত্র কয়েকদিন আগে প্রস্তুতি নিতে শুরু করেন হিমা। মাত্র ৫০.৭৯ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করে রেকর্ড গড়া, অসমের সবচেয়ে কমবয়সী অর্জুন পুরস্কারপ্রাপ্ত হিমা দাস যে ট্র্যাকের বাইরে পড়াশুনোতেও সমান সফল, দৌড় অনুশীলনের পাশাপাশি উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাস করে তা যেন নতুন করে প্রমাণ করলেন হিমা দাস।

Comments are closed.