ঘরের ভিতর চার জনকে নিয়ে ফাইন খেলা হবে, নজরবন্দি আবার কী! প্রতিক্রিয়া অনুব্রতর
এদিন বিকেল পাঁচটা থেকে কমিশন নজরবন্দি করেছে অনুব্রতকে। কমিশনের নির্দেশ লাগু থাকবে ৩০ এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত।
মঙ্গলবার কমিশন তাঁকে নজরবন্দি করেছে। কমিশনের এই সিদ্ধান্তে তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন, এদিন সাংবাদিক বৈঠকে তা ফের বোঝালেন অনুব্রত মন্ডল।
কমিশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, নজরবন্দি আবার কী? আমি যেখানেই যাব সেখানেই আমার সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন আর কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই তো নজরবন্দি! আমাকে তো গৃহবন্দী করেনি। কমিশনকে বীরভূমের জেলা সভাপতির খোঁচা প্রত্যেকবার করে, এবারও করেছে।
আমি যখন পার্টি অফিসে যাব, আমার সঙ্গে সঙ্গে যাবে। ক্ষতি কী? খেলা কী বন্ধ হয়? ঘরের ভিতর তিন চারজন মিলে কি খেলা হয় না?
এদিন বিকেল পাঁচটা থেকে কমিশন নজরবন্দি করেছে অনুব্রতকে। কমিশনের নির্দেশ লাগু থাকবে ৩০ এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত। তবে নজরবন্দিতে যে একটুও চিন্তিত নন অনুব্রত মণ্ডল তা এদিন বোঝানোর চেষ্টা করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।
Comments are closed.