ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে দ্রুত ব্যবস্থার দাবি জানিয়ে মোদীকে চিঠি সোনিয়া গান্ধীর
চিঠিতে সোনিয়ার অভিযোগ, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের ওষুধ মিলছে না
ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে দ্রুত পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। চিঠিতে সোনিয়ার অভিযোগ, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের ওষুধ মিলছে না। কেন্দ্রীয় সরকার ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে না।
দেশে এখন করোনা ভাইরাসের পাশাপাশি নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। এই ফাঙ্গাল ইনফেকশনে ইতিমধ্যেই মারা গেছেন অনেকে। কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যগুলিকে মহামারী আইনের অধীনে এই রোগকে মহামারী ঘোষণা করার নির্দেশ দিয়েছে।
মোদি শুক্রবার বারাণসীতে স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের নতুন চ্যালেঞ্জ ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে। এরপরেই শনিবার সোনিয়া গান্ধী চিঠিতে মোদিকে জানান, ফাঙ্গাল ইনফেকশনে আরও বেশি মানুষ মারা যাওয়ার আগেই উপযুক্ত ব্যবস্থা নিক কেন্দ্র। তিনি এই রোগের চিকিৎসা প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় করানোর কথা লিখেছেন চিঠিতে। তাঁর দাবি, এই মারণ রোগের চিকিৎসার সামগ্রী সরবরাহ করতে হবে অতি দ্রুত।
উল্লেখ্য, এই রোগের ওষুধ লিপোসর্নাল অ্যাম্ফোটেরিসিন ই-১ (Liposornal Amphotericin-E1)। কিন্তু বাজারে এখনই মিলছে না এই ওষুধ। সোনিয়া গান্ধীর কথায় এই রোগের চিকিৎসা করাতে হবে বিনামূল্যে। মোদির কাছে সোনিয়র অনুরোধ, দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করুন।
এই রোগের উপসর্গ চোখ লাল হয়ে যাওয়া, ডবল ভিশন হয়ে যাওয়া এবং নাক দিয়ে রক্ত পড়া। এছাড়াও পরে বুকে ব্যাথা ও শ্বাস নিতে সমস্যা হয় রোগীর। মহারাষ্ট্রে ১৫০০ জন ব্ল্যাক ফাঙ্গাসের শিকার হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৯০ জন।
Comments are closed.