৪ হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর কলকাতা হাই কোর্টের

শেষ পর্যন্ত জামিন পেলেন রাজ্যের ২ মন্ত্রী সহ এক বিধায়ক এবং কলকাতার প্রাক্তন মেয়র। শুক্রবার কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জির জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবারই জানা গিয়েছিল, শুক্রবার বেলা ১২ টায় প্রথম শুনানি হবে রিকল মামলার। সেই অনুযায়ী এজলাস বসতেই এই প্রসঙ্গ ওঠে। বিচারপতিরা ৪ অভিযুক্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। সলিসিটর জেনারেল জামিনের বিরোধিতা করলেও বেঞ্চ তাঁর আপত্তি গ্রাহ্য করেনি। বিচারপতি এসজিকে প্রশ্ন করেন, ৪ বছর ধরে যাঁদের গ্রেফতার করার দরকার হল না তাঁদের আঁজ গৃহ বন্দি রাখার কী অর্থ? যখন মহামারির সময় তাঁদের প্রকাশ্য উপস্থিতিই কাম্য।

সব পক্ষের সওয়াল-জবাব শুনে ৫ বিচারপতির বেঞ্চ সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জির জামিন মঞ্জুর করেন।

Comments are closed.