মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ঘাসফুল সূত্রে খবর, কালীপুজো, ভাইফোঁটা মিটলেই গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তিন দিনের জন্য গোয়া সফর করবেন অভিষেক।
তিন মাস পরেই গোয়ায় বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা এবং গোয়াতে সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই গোয়ার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তৃণমূলে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আবহে অভিষেকের গোয়া সফর রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্পূর্ণ।
তৃণমূলের তরফে অভিষেকের আনুষ্ঠানিক সফর সূচি জানানো হয়নি। তবে সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে এই মাসেই ১০ তারিখ সেখানে যাবেন অভিষেক। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তাঁর গোয়া সফরে স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি তাঁর সফরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, প্রাক্তন সাঁতারু তথা অভিনেতা নাফিসা আলী, টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান সহ বেশ কয়েক জন নেতৃত্ব গোয়ায় সংগঠনের কাজ করছেন। রয়েছে আইপ্যাকের সদস্যরাও। ওয়াকিবহাল মহলের মতে ত্রিপুরার মতো গোয়াতেও দ্রুত স্টিয়ারিং কমিটি ঘোষণা করবে তৃণমূল। মনে করা হচ্ছে, অভিষেকের সফরে সেই সংক্রান্ত আলোচনা হতে পারে।
Comments are closed.