লড়াই করেও শেষ রক্ষা হল না। যুদ্ধের দ্বিতীয় দিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ বাহিনী। সেই সঙ্গে রাশিয়ার হুঁশিয়ারি, ইউক্রেন জয় এখন সময়ের অপেক্ষা মাত্র।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বেলারুশের দিক থেকে কিয়েভে ঢুকেছে রুশ সেনা। রাজধানীতে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। মুহুর্মুহু বোমার শব্দে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী। আকাশপথেও রাশিয়া হামলা চালিয়েছে বলে খবর। কিয়েভের আকাশে ইউক্রেনের কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে খবর।
এদিকে সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউক্রেন সরকার স্বীকার করেছে, এখনও পর্যন্ত যুদ্ধে সে দেশের সৈন সহ ১৩৭ জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ৩৬০। পাল্টা হামলায় ৮০০ জন রুশ সেনা মারা পড়েছে বলে দাবি ইউক্রেনের। সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে।
এদিকে এই আবহেও রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চেয়ে প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেনের সরকার। পাল্টা রাশিয়ার তরফে হুঁশিয়ার দিয়ে সাফ জানানো হয়েছে, ইউক্রেন নিঃশর্ত-এ আত্মসমর্পণ করলে তবেই বাহিনী প্রত্যহার করবে রাশিয়া।
Comments are closed.